Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৭, ১১ জুন ২০২১
আপডেট: ২১:০৯, ১১ জুন ২০২১

তাহিরপুরে পর্যটকবাহী যানবাহন ফিরিয়ে দিলেন ইউএনও 

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সিলেটসহ দেশের সব পর্যটনস্পট বন্ধ রাখাসহ ভ্রমণে নিষেধাজ্ঞা ঘোষণা থাকলেও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এ অবস্থায় তাহিরপুর উপজেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির। 

শুক্রবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও সরেজমিনে গিয়ে উপজেলার বিভিন্ন নৌকার ঘাট, স্পীডবোট মালিক ও অন্যান্য পরিবহন  চালকদের সঙ্গে কথা বলে তাদেরকে পর্যটক বহন না করার জন্য নির্দেশনা প্রদান করেন। 

এ সময় বেশ কিছু পর্যটকবাহী নৌকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা একাধিক পর্যটকবাহী বাস ফিরিয়ে দেয়া হয়েছে। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জানান, তাহিরপুরকে করোনা মুক্ত রাখার বিষয়ে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

আইনিউজ/রাজন চন্দ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়