Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ৩১ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৪২, ৩১ আগস্ট ২০২১

তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কয়লা জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কয়লা, বারকি নৌকা, পাথর এবং মোটর সাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ আগস্ট) গভীর রাতে লাউয়েরগড় বিওপির টহল দল উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী নামক স্থান হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা, ১০ ঘনফুট পাথর এবং দুইটি বারকি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭ হাজার ৭শ টাকা।

এদিকে, মঙ্গলবার সকালে লাউয়েরগড় বিওপির টহল দল বাদাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ৪০ কেজি ভারতীয় কয়লা এবং ১টি মোটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫শত ২০ টাকা। 

একই দিনে চারাগাঁও বিওপির টহল দল উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে এক হাজার একশত কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৩ শত টাকা।

মঙ্গলবার দুপুরে লাউয়েরগড় বিওপির টহল দল যাদুকাটা নদী থেকে ৮০ কেজি ভারতীয় কয়লা এবং একটি বারকি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৫১ হাজার ৪০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক তসলিম এহসান পিএসসি জানান, আটককৃত ভারতীয় কয়লা, বারকি নৌকা, পাথর এবং মোটরসাইকেল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ