Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২২, ১৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১২:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০২১

সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়ক থেকে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে বাস ধর্মঘট চলছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়। শ্রমিক ইউনিয়নের ডাকা এই কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে বলে জানা গেছে।

সকালে সুনামগঞ্জের বাস টার্মিনাল এলাকায় দেখা যায়, সুনামগঞ্জের উদ্দেশে আসা দূর-পাল্লার বাসগুলো যাত্রীদের নামিয়ে বাস টার্মিনালে নিয়ে পার্কিং করছেন চালকরা। সহকারীরা গাড়ি ধুয়ে মুছে রাখছেন। অনেক চালক কাউন্টারের সামনেই গাড়ি রেখে ভেতরেই ঘুমিয়ে আছেন। তবে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বাস টার্মিনালে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোনো নেতাকে দেখা যায়নি।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, যেহেতু আমার এলাকায় চাঁদাবাজির ঘটনাটি ঘটছে না তাই আমার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, শ্রমিক ইউনিয়নের নেতারা চাঁদা আদায়ের বিষয়টি জানিয়েছিল। আমি সিলেট পুলিশকে জানাতে পরামর্শ দিয়েছিলাম।

তবে এ ঘটনায় সুনামগঞ্জ ও সিলেটের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ