রাজন চন্দ, তাহিরপুর
আপডেট: ১৩:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২১
তাহিরপুরে এক বৃদ্ধাকে পরপর দুইবার টিকা দেওয়ার অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধাকে দুইবার সিনোফার্মের করোনা টিকা দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে টিকা নিতে আসা খুদেজা খাতুন (৭৪) নামে এক বৃদ্ধাকে দুই বার ভ্যাকসিন দেয়ার অভিযোগ উঠে। খুদেজা বেগম উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়ানগর গ্রামের খেলু মিয়ার স্ত্রী।
ভ্যাকসিন নিয়ে ফেরার পথে খুদেজা খাতুন জানান, সোমবার সকালে স্বামীর সঙ্গে টিকা কেন্দ্রে গিয়েছিলেন। এক ডোজ টিকা দেওয়ার পর তার শরীর দুর্বল লাগছিল। তাই তিনি পাশে আরেকটি চেয়ারে গিয়ে বসেছিলেন। এর মধ্যেই হঠাৎ করে আরেকজন এসে তার শরীরে আরেকটি টিকা পুশ করে দেন।
খুদেজা খাতুনের স্বামী খেলু মিয়া জানান, তার স্ত্রীকে দুইবার টিকা দেওয়ার বিষয়টি একজন নার্সকে জানালে তিনি কিছু হবে না বলে তাদেরকে বাড়ি চলে যেতে বলেন।
ভ্যাকসিন প্রদানকারী নার্স মরিয়ম বেগম বলেন, টিকাদান কেন্দ্রে ভিড়ের মধ্যে এ ঘটনাটি ঘটেছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু আহম্মেদ শাফি বলেন, এক ব্যক্তিকে একইদিনে দুইবার ভ্যাকসিন দেওয়ার কোনো নিয়ম নেই। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/রাজন চন্দ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























