Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২১

তাহিরপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ-সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, মুক্তিযোদ্ধা সম্পাদক রফিকুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সদস্য লুৎফর রহমান লাকসাব, আব্দুল হাই কালাচান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক বিল্লাল আমীন, সদস্য সচিব মতিউর রহমান মতি, উপজেলা মৎস্যজীবী লীগ আহবায়ক আলম জিলানী সুহেল,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, উপজেলা যুব মহিলা লীগ আহবায়ক আইরিন আক্তার, যুগ্ম আহবায়ক রেবা আক্তার প্রমুখ। 

সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করে দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা হয়।

আইনিউজ/রাজন চন্দ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ