রাজন চন্দ, তাহিরপুর
নির্মাণ শেষ হওয়ার আগেই ফাটল, অভিযোগ দেওয়ায় সিমেন্ট দিয়ে প্রলেপ
রাস্তায় ফাটলের অভিযোগ দেওয়ায় সিমেন্টের প্রলেপ দিলো ঠিকাদারি প্রতিষ্ঠান।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর থানা ভবনের সম্মুখ থেকে ভাটি তাহিরপুর গ্রামের ত্রিমুখী রাস্তা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সড়কের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সড়কের একাধিক জায়গায় ফাটল সৃষ্টি হওয়ার বিষয়টি সরেজমিনে দেখে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন।
অভিযোগের খবর পেয়ে সড়ক নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাড়াহুড়ো করে ফাটল সড়কের জায়গায় সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল বন্ধ করে দেয়।
উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা যায়, তাহিরপুর থানা ভবনের সম্মুখ থেকে ভাটি তাহিরপুর ত্রিমুখী রাস্তা পর্যন্ত সড়ক নির্মাণ কাজের জন্য ১ কোটি ৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। সড়ক নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বাবুল পুরাকায়স্থ।

সড়কের পাশে দোকান ব্যাবসায়ী ভাটি তাহিরপুর গ্রামের সাজু মিয়া বলেন, গত দু,দিন পুর্বে সড়কের কাজ শুরু হয়েছে। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা সকালে কথা বলার পর দুপুরেই সিমেন্ট দিয়ে ফাটলের জায়গায় প্রলেপ দিতে দেখেছি।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা যুগ্ম আহবায়ক তোজাম্মিল হক নাসরুম বলেন, বুধবার সকালে সড়কে গিয়ে বিভিন্ন জায়গায় ফাটল দেখতে পাই। বিষয়টি নিয়ে কথা বলার পর ঠিকাদারের লোকজন কিছুক্ষণ পরেই সিমেন্ট দিয়ে ফাটলের উপর প্রলেপ দিয়ে দেয়। তিনি বলেন,সড়কের যেসব জায়গায় ফাটল দেখা দিয়েছে সে জায়গাগুলো ভেঙে পুনরায় ডালাই কাজ করার দরকার। এভাবে সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল বন্ধ করলে সড়কটির স্থায়ীত্ব বেশিদিন হবে না।
ভাটি তাহিরপুর গ্রামের সমাজসেবক মাহবুব চৌধুরী বলেন, দীর্ঘ প্রত্যাশার পর সড়কটির নির্মাণ কাজ শুরু হলেও কাজ শেষ হওয়ার আগেই সড়কে ফাটল সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অভিযোগ দায়ের করবো।
উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির বলেন, সড়ক নির্মাণ কাজ শুরু করার পর সড়কে পানির অভাবে এ রকম সামান্য সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
এ বিষয়ে সড়ক নির্মাণ কাজের ঠিকাদার বাবুল পুরকায়স্থ জানান, নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। যদি সড়কে সামান্য সমস্যা সৃষ্টি হয়ে থাকে তা সমাধান করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, সরকারের কোটি টাকা ব্যায়ে এ সড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এখানে কেউ অনিয়ম দুর্নীতি করলে তাকে কোনোরকম ছাড় দেয়া হবে না। বিষয়টি নিয়ে তিনি ঠিকাদারের সঙ্গে কথা বলে ব্যাবস্থা নিবেন বলে তিনি জানান।
আইনিউজ/রাজন চন্দ/এসডি
বারবার ট্রাফিক পুলিশের মামলা, মনের কষ্টে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন যুবক || Viral Video
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























