Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

রাজন চন্দ

প্রকাশিত: ২১:১৯, ২ অক্টোবর ২০২১

পিছিয়ে থাকা হাওরাঞ্চলের নারীরাও এখন অনেক এগিয়ে: এমপি রতন

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী নারী জাগরণের সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় অবহেলিত ও পিছিয়ে থাকা হাওরাঞ্চলের নারীরাও এখন অনেক এগিয়ে। হাওরপাড়ের নারীরা একসময় রাজনীতি থেকে পিছিয়ে থাকলেও বর্তমানে  প্রতিযোগিতার মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

সুনামগঞ্জের ৪টি উপজেলা ইউনিটের যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হাজারো নারীর উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। 

শনিবার (২ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগর,জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হাওরাঞ্চলের উপজেলাগুলো থেকে আসা হাজারো নারীর উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।

সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

আইনিউজ/রাজন চন্দ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ