Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

মোসাইদ রাহাত

প্রকাশিত: ১১:১৮, ২০ অক্টোবর ২০২১

আসামিকে ফেসবুক লাইভে এনে জিজ্ঞাসাবাদ, ছাতকের ওসির বদলী

হত্যা মামলার আসামিকে নিয়ে ফেইসবুক লাইভে জিজ্ঞাসাবাদের দায়ে সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিনকে বদলী করা হয়েছে। তাকে বদলী করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি আইনিউজকে জানান, ছাতক থানার ওসি নাজিম উদ্দিন আসামি ধরতে অসাধারণ কাজ করলেও আসামিকে লাইভে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের কাজটি দায়িত্বে অবহেলার শামিল, তাই তাকে ছাতক থানা থেকে বদলী করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) তাকে এ আদেশ দেয়া হয়।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর হত্যা মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ফেসবুক ভিত্তিক কথিত অনলাইন টিভি চ্যানেল প্রচার হওয়ার পর কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক সমালোচিত হয় বিষয়টি। এ ঘটনার তদন্ত কমিটি করেন পুলিশ সুপার মিজানুর রহমান।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ