Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ৩০ অক্টোবর ২০২১
আপডেট: ২১:৩৯, ৩০ অক্টোবর ২০২১

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য করুনা সিন্ধু চৌধুরী

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুলকে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে কমিউনিটি পুলিশিং-ডে ২০২১ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এ সম্মাননা স্মারক তাহিরপুর উপজেলা পরিষদ  চেয়ারম্যানের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত কমিউনিটি পুলিশিং -ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনের  সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নূরুল হুদা মুকুট প্রমুখ। 

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য সম্মাননা স্মারক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ পুলিশ বিভাগের ভালবাসার এ ঋন কোন দিন শোধ হবার নয় । পুলিশ বাহিনীর পাশে থেকে সততা ও নিষ্ঠার সহিত আজীবন প্রিয় দেশ ও  জনগনের সেবায় কাজ করে যেতে চাই।

মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম সহ বাংলাদেশ পুলিশ বিভাগের সকলের প্রতি অফুরন্ত শুভেচ্ছা ভালবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অবিরাম। পুলিশ বিভাগের ভালবাসার মূল্যবান উপহার তাহিরপুর উপজেলাসহ সুনামগঞ্জ জেলাবাসীর প্রতি সম্মাননা স্বরূপ উৎসর্গ করা হল।

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ