Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

রাজন চন্দ, তাহিরপুর

প্রকাশিত: ১৩:৫৯, ২৮ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:০৩, ২৮ নভেম্বর ২০২১

নদীপথে চাঁদাবাজির প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন

হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বিআইডব্লিউটিএ’র নামে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ধর্মঘট ও মানববন্ধন করেছে নৌ শ্রমিকরা।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা,কামালপুর পাটলাই নদীর তীরে এ মানববন্ধন করেন ভুক্তভোগী শ্রমিকরা।

মানববন্ধনে সুনামগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ও নদী পথে অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবই জানান বক্তারা। অন্যথায় নৌ পরিবহন শ্রমিকদের ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে।

আরও পড়ুন- সিলেটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার

সুনামগঞ্জ নৌযান মালবাহী পরিবহন শ্রমিক সমবায় সমিতির সভাপতি সফিজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি পংকজ তালুকদার, ইলিয়াছ মিয়া,  আশরাফুল ইসলাম, জিলানী তালুকদার, রতন পাল, কংকন বাবু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিআইডব্লিওটিএ’র ইজারাদার আশরাফুজ্জামান রনি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হকের নেতৃত্বে প্রতিটি নৌযান থেকে ২-৮ হাজার টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করছে। তাদের চাহিদা মতো চাঁদা না দিলে নৌ শ্রমিকদের মারপিট করে আহত করার অহরহ প্রমাণ রয়েছে।

আরও পড়ুন- কুলাউড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে আদিবাসীদের ওপর হামলা

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার চাঁদাবাজির অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও  ইজারাদার ও তার লোকজনের চাঁদাবাজির বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ