সুনামগঞ্জ প্রতিনিধি
শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের মো. নূরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন। তবে বেশিরভাগ সময় তিনি অত্যন্ত নরম ও কোমল, মায়ের মতো। সুতরাং তাকে সহায়তা করতে হবে।
আরও পড়ুন- মৌলভীবাজারে পাঁচ সফল নারী পেলেন জয়িতা পুরস্কার
মন্ত্রী বলেন, আপনারা লক্ষ করেছেন একজন মন্ত্রী অন্যায় করেছিল। আপনারা তার প্রতিবাদ করেছিলেন ফেসবুকে। সেগুলো দেখে তিনি সময় ক্ষেপন করেননি। কিভাবে প্রধানমন্ত্রী একশন নিয়েছেন আপনারা তার সাক্ষী। বাকি একশনগুলো তিনি চাইলেও নিতে পারবেন না। তিনি তাকে (ডা. মুরাদ) সংসদ সদস্য পদ থেকে বাদ দিতে পারবেন না। কারণ তিনি (ডা. মুরাদ) আইন দ্বারা নির্বাচিত সংসদ সদস্য, সেখানেও আইন আছে। সেই আইনের মাধ্যমে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন- শ্যামলী বাসে সহযাত্রীর পকেটমার, ১ লাখ টাকাসহ আটক ৫
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, যেকোন কাজে নেতৃত্বের প্রয়োজন আছে, সবচেয়ে বড় কাজ আমাদের ছিল পরাধীন হওয়া থেকে মুক্তি হওয়া। সেই বিশাল কাজে আমাদের নেতা ছিলেন শেখ মুজিব। তাকে আমরা সবাই সাহায্য করেছি, সমর্থন করেছি। লাখো লাখো মানুষ লড়াই করে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এখন যে আমাদের বিশাল সংগ্রাম চলছে দেশকে পরিবর্তন করার। এই সকল কাজের জন্য নেতৃত্বের প্রয়োজন আছে বলেই আল্লাহ আমাদের উপহার দিয়েছেন শেখ হাসিনার মতো শক্তিশালী অভিজ্ঞ নেতা। তাই আমাদের উচিত হবে বঙ্গবন্ধুকে আমরা যেভাবে সমর্থন দিয়েছিলাম, তেমনি তার কন্যাকে সমর্থন দেয়া।
আরও পড়ুন- সুনামগঞ্জে টিকা খাবে ৩ লাখ ৯৫ হাজার ৯২৩ শিশু
সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক।
আইনিউজ/মোসাইদ রাহাত/এসডিপি
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার