সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে শিক্ষার্থী আল-আমিন হত্যায় ৩ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল- আমিনকে হত্যাকাণ্ডে ২ পালতক আসামিসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় দেন। রায়ে তিন আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।
দণ্ডিত আসামিরা হলেন, ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ছনুয়া গ্রামের রফিক আলীর ছেলে আক্কাস মিয়া, মৌজরাই গ্রামের আরজক আলীর ছেলে আজিজুল ইসলাম, লক্ষণসোম
গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাইদুল হক। যার মধ্যে আক্কাছ মিয়া ও আজিজুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলার এজাহারে জানা যায়, ২০১৬ সালের ১৬ অক্টোবর জাউয়াবাজার ডিগ্রি কলেজের ২য় বর্ষের অধ্যয়রত শিক্ষার্থী আল আমিনের সাথে কথা কাটাকাটি হয় দণ্ডপ্রাপ্ত আসামিদের। পরে স্থানীয় একজন ব্যক্তি বিষয়টি পরদিন মিমাংসা করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও পরদিন ছাতক উপজেলার বড়কাপন এলাকায় টেম্পু স্ট্যন্ডের সামনে ধারালো অস্ত্র দিয়ে আল- আমিন ও তার সহপাঠাদিরে মারধর করে এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কলেজ শিক্ষাথী আল আমিনকে হত্যা করে দণ্ডপ্রাপ্ত আসামিরা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আসামি
আক্কাস মিয়া ও আজিজুল ইসলাম।
মামলার রায়ে বিষয়ে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড খায়রুল কবির রুমেন বলেন, কলেজ শিক্ষার্থী আল- আমিন হত্যায় বিজ্ঞ বিচারক তিনজনকে প্যানেল কোড ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এখানে তিনজন আসামির মধ্যে দুইজন পলাতক রয়েছেন বিজ্ঞ আদালত তাদের দ্রুত গ্রেফতার করে সাজা নিশ্চিতের জন্য নির্দেশনা দিয়েছেন।
আইনিউজ/এম.আর/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার