Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০১, ১৩ জানুয়ারি ২০২২
আপডেট: ১৪:০৪, ১৩ জানুয়ারি ২০২২

তাহিরপুরে চেয়ারম্যান প্রার্থী আজাদ হোসাইনের ব্যাপক শোডাউন

তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আজাদ হোসাইনের ব্যাপক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিলের পুর্বে বালিজুরি থেকে শুরু করে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে হাজারো মোটরসাইকেল নিয়ে ব্যাপক শোডাউন করেন স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ হোসাইন। 

আরও পড়ুন- সুনামগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

চেয়ারম্যান প্রার্থী মো. আজাদ হোসাইন বলেন, নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ জন্মেছে এলাকার মানুষের সমর্থন ও আশ্বাসের কারণে। এলাকার মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছেন। আমিও বালিজুরী ইউনিয়নের প্রতিটি ঘরের মানুষের সাথে সু-সর্ম্পক রক্ষা করে কাজ করছি। অসহায় গরীব মানুষের সুখে দু:খে পাশে থাকার চেষ্টা চালাচ্ছি। এ ধারা অব্যাহত থাকলে আমার বিজয় সুনিশ্চিত।   

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ