Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

রাজন চন্দ, তাহিরপুর

প্রকাশিত: ১৫:৪০, ৮ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৫:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০২২

৭ম ধাপের ইউপি নির্বাচন

তাহিরপুরের সাত ইউনিয়নেই নৌকার ভরাডুবি

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা

সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাত ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত ৭ প্রার্থী পরাজিত হয়েছেন। এসব ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিএনপির ৩ নেতা বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন-

তাহিরপুর সদর ইউনিয়নে বিএনপির মো. জুনাব আলী (ঘোড়া)।   

বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী নিজাম উদ্দিন (ঘোড়া)।  

উত্তর বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মাসুক মিয়া (ঘোড়া)।

বালিজুরী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আজাদ হোসাইন (আনারস) 

উত্তর শ্রীপুর ইউনিয়নে বিএনপির আলী হায়দার (চশমা)। 

 দক্ষিণ বড়দল ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী হাজী ইউনুস আলী (মোটর সাইকেল)। 

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বিএনপির আলী আহমদ মুরাদ (ঢোল)।

সুনামগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ১২৭ জন এবং নারী ভোটার ৭০ হাজার ৪৫৮ জন।

সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ২৯৩ জন এবং নারী সদস্য পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি

আইনিউজ ভিডিও

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ