Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২২

তাহিরপুরে সনাতনী গীতা শিক্ষা কেন্দ্র চালু করলো যুবকরা

হিন্দু ধর্মাবলম্বী কিশোর-কিশোরীদের ধর্মীয় শিক্ষায় ও গীতার আদর্শ শেখাতে তাহিরপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বৈদিক গীতা শিক্ষা কেন্দ্র (গীতা স্কুল)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের মধ্য তাহিরপুর খলাহাটি মন্দিরে মন্দিরে এ স্কুলের উদ্বোধন করা হয়। বাংলাদেশ হিন্দু ঐক্য মহাজোট এর সার্বিক সহযোগিতায় এ স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।

উপজেলা সদরের সনাতনী মানুষদের গীতার আলোয় আলোকিত করা ও সকলকে গীতা ও মানবতা সম্পর্কে বাহ্যিক জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে খলাহাটি গ্রামের সনাতনী উদীয়মান যুবক জয় রায়, পার্থ চক্রবর্তী, উত্তম রায়, চয়ন মুখার্জী, দীপু মুখার্জী, সাগর, দীপ্ত, প্রলয় ও আকাশ বৈদিক গীতা স্কুলটি পরিচালনা করছেন।

আরও পড়ুন- ভারতে বিয়ের অনুষ্ঠানে কুয়ার মধ্যে পড়ে ১৩ জনের মৃত্যু

জানা যায়, এখান থেকেই হিন্দু শিক্ষার্থীরা গীতা ও ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। এ সময় স্কুলের অর্ধ-শতাধিক শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করা হয়।

বৈদিক গীতা স্কুলের শিক্ষক জয় রায় জানান, তাহিরপুরে একটি বৈদিক গীতা স্কুল করতে পেরে আমরা খুব আনন্দিত। সপ্তাহের প্রতি শুক্রবারে আমাদের গীতা ক্লাস অনুষ্ঠিত হবে।  আমরা আমাদের কার্যক্রম ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যেতে চাই, এতে সমাজের বিত্তবানদের আমি এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ