Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৯, ২১ ফেব্রুয়ারি ২০২২

সাংবাদিকের নিকট ক্ষমা চাইলেন যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন

সংবাদ প্রকাশের জেরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তার পুত্র সাংবাদিক রাজন চন্দের উপর হামলার ঘটনায় অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন ও তার ভাতিজা আবুল বাশার। 

হাফিজ উদ্দিন অতর্কিত হামলার ঘটনায় বলেন, আমার ভাতিজা বাশার একজন প্রবীণ সাংবাদিকের সাথে বেয়াদবি করেছে। এ বিষয়টি আমরা সবাই বসে সমাধান করেছি। 

উল্লেখ্য , ‘তাহিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, ক্রীড়া সংস্থা নামে আছে, কাজে নেই’ শীর্ষক সংবাদ করায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন সাংবাদিক রাজনের উপরে বিক্ষুব্ধ ছিলেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে তাহিরপুর সদর বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রামেন্দ্র নারায়ণ বৈশাখের উপর হামলা চালায় হাফিজ উদ্দিনের ভাতিজা আবুল বাশারসহ কয়েকজন জন।

আরও পড়ুন- যুবলীগ আহ্বায়কের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় ডাক বাংলোতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে। 

লাঞ্ছনার শিকার সাংবাদিক রাজন চন্দ জানান, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, প্রায় ১০ বছর থেকে স্টেডিয়ামে কোন খেলা হয় না এবং ক্রীড়া সংস্থার কোনো উদ্যোগ নেই এসব বিষয় উল্লেখ করে পত্রিকায় প্রতিবেদন দেন তিনি ও তার পিতা।

এতে ক্ষুব্ধ হয়ে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন ও তার ভাতিজা হামলা চালিয়েছেন।

আইনিউজ/আর.সি/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়