তাহিরপুর প্রতিনিধি
সাংবাদিকের নিকট ক্ষমা চাইলেন যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন

সংবাদ প্রকাশের জেরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তার পুত্র সাংবাদিক রাজন চন্দের উপর হামলার ঘটনায় অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন ও তার ভাতিজা আবুল বাশার।
হাফিজ উদ্দিন অতর্কিত হামলার ঘটনায় বলেন, আমার ভাতিজা বাশার একজন প্রবীণ সাংবাদিকের সাথে বেয়াদবি করেছে। এ বিষয়টি আমরা সবাই বসে সমাধান করেছি।
উল্লেখ্য , ‘তাহিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, ক্রীড়া সংস্থা নামে আছে, কাজে নেই’ শীর্ষক সংবাদ করায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন সাংবাদিক রাজনের উপরে বিক্ষুব্ধ ছিলেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে তাহিরপুর সদর বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রামেন্দ্র নারায়ণ বৈশাখের উপর হামলা চালায় হাফিজ উদ্দিনের ভাতিজা আবুল বাশারসহ কয়েকজন জন।
আরও পড়ুন- যুবলীগ আহ্বায়কের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ
এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় ডাক বাংলোতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
লাঞ্ছনার শিকার সাংবাদিক রাজন চন্দ জানান, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, প্রায় ১০ বছর থেকে স্টেডিয়ামে কোন খেলা হয় না এবং ক্রীড়া সংস্থার কোনো উদ্যোগ নেই এসব বিষয় উল্লেখ করে পত্রিকায় প্রতিবেদন দেন তিনি ও তার পিতা।
এতে ক্ষুব্ধ হয়ে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন ও তার ভাতিজা হামলা চালিয়েছেন।
আইনিউজ/আর.সি/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা