Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ১৪ মার্চ ২০২২

মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, হাওর প্রধান জেলায় চিকিৎসা সেবা কিছুটা দুর্গম হলেও অসম্ভবের কিছু নয়, বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য মাতৃ ও শিশু মৃত্যু হার কমিয়ে আনা। সেটি সুনামগঞ্জ জেলার জন্যও প্রয়োজন, তাই আজকে যে সভাটি হচ্ছে তার মধ্য দিয়ে জনপ্রতিনিধি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা রয়েছেন আপনাদের একান্ত প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে চিকিৎসা সেবা দেয়া যাবে।

তিনি আরও বলেন, সরকার যে বিভিন্ন রকমের প্রকল্প দেয় আপনাদের আপনারা সেখান থেকেই স্বাস্থ্যখাতে ব্যায় করতে পারবেন কিন্তু আমাদের ইউএনওরা বলে চেয়ারম্যান মেম্বাররা খালি রাস্তার কাজ চায়, এটি থেকে আমাদের বেরিয়ে  আসতে হবে, আমরা হঠাৎ করেই হাওরে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে নিয়ে আসতে পারবো না, তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন।  

সোমবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক 'এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সেভ দ্যা চিলড্রেন-পিএইচডি এর সহযোগিতায় মামণি প্রকল্পের আওতায় মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক সভায় সুনামগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার  মেহেদী হাসান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, ডা. ননী ভূষণ তালুকদার, মিনার প্রকল্প পরিচালক ডা. যতন ভৌমিক। 

এছাড়া এ সভায় সুনামগঞ্জে সিভিল সার্জন অফিস ও পরিবার পরিকল্পনার পক্ষ থেকে দুটি উপস্থাপনা পরিবেশন করেন, ডা. বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী ও ডা. সজিব কবির ভূইয়া। এছাড়া সভায় নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প শোনান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পরিবার পরিল্পনা কর্মকর্তা প্রিয়াংকা পাল ও হবিগঞ্জ সদর ইউনিয়নের চেয়াম্যান মইনুল হক।  

এছাড়া এ সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা উপস্থিত থাকেন।

আইনিউজ/এমআর/এসডি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ