Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ৯ আগস্ট ২০২১
আপডেট: ২১:০৮, ৯ আগস্ট ২০২১

আদিবাসী দিবসে ওঁরাও জনগোষ্ঠীর জন্য বাপা’র খাদ্য সহায়তা

আজ ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা নগরীর বালুচর এলাকার ওঁরাও জনগোষ্ঠীর ১৩টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে।

বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বিকেল ৫টায় ওঁরাও বসতিতে নানা প্রতিকূলতার মধ্যে টিকে থাকা ১৩টি ওঁরাও পরিবারদের কাছে এই খাদ্যসামগ্রী উপহার হিসাবে হস্তান্তর করেন।

খাদ্য হস্তান্তরকালে তিনি বলেন, আদিবাসী এই ক্ষুদ্র নৃগোষ্ঠি প্রভাবশালী ভূমিখেকোদের কারণে আজ সর্বস্বান্ত। সমাজের মূল জনগোষ্ঠী তাদের ব্যাপারে উদাসীন। আজ বিশ্ব আদিবাসী দিবসে সমাজের বিবেকবান মানুষদের পক্ষ থেকে বাপা এই সামান্য খাদ্য সহায়তা নিয়ে এসেছে সহমর্মিতা প্রদর্শনের জন্য। 

খাদ্য সহায়তা গ্রহনকালে ওঁড়াওদের পক্ষ থেকে শিপা ওঁরাও বলেন, এই দুঃসময়ে আমাদের কথা মনে করায় বাপা'র প্রতি কৃতজ্ঞতা। বাপা সহ সিলেটের নাগরিক সমাজের অনেকেই আমাদের ভূমির লড়াইয়ে পাশে থেকেছেন। আমাদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় বিবেকবানদের আরও বেশী সক্রিয় সহযোগীতা প্রয়োজন।

খাদ্য সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন, কিবরিয়া চৌধুরী সুমন, আদিবাসী নেতা মিলন ওঁরাও প্রমুখ। উল্লেখ্য ১৩টি পরিবারের প্রায় অর্ধশত মানুষের জন্য খাদ্য সহায়তা সামগ্রীতে চাল, ডাল, তেল, চিনি ও আলু প্রদান করা হয়। 

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়