Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২০

আইপিএলের ভেন্যু পরিদর্শনে সৌরভ গাঙ্গুলি

আইপিএলের এ বছরের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে তার আগে আইপিএলের প্রস্তুতি খতিয়ে দেখতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি অবস্থান করছেন আরব দেশটিতে। ৯ সেপ্টেম্বর দেশটিতে পৌঁছানোর পর কোয়ারেন্টাইন পর্ব শেষে এবার স্ব-শরীরে ভেন্যু পরিদর্শন করতে দেখা গেল সৌরভকে।

আইপিএলে অংশ নিতে দলগুলো আগেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিয়েছিল। কোয়ারেন্টাই শেষে জোর অনুশীলনও করছে তারা। করোনা সতর্কতার অংশ হিসেবে বায়ো বাবলের কঠোর নিরাপত্তা এবং কভিড প্রোটোকল মানতে হচ্ছে ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সবাইকে। প্রতি মুহূর্তে হচ্ছে তাদের স্বাস্থ্যপরীক্ষা।

আর এই সব আয়োজন কেমন হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারত থেকে উড়ে যান আরব দেশটিতে।

সৌরভ আইপিএলের তিন ভেন্যুর অন্যতম শারজা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন। এটি রুটিন পরিদর্শন বলেই জানিয়েছে বিসিসিআই। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হলেও শারজায় প্রথম ম্যাচ ২২ সেপ্টেম্বর। রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আইপিএল শুরু হবে শারজায় ।

শারজা ছাড়া আইপিএলের বাকি ভেন্যু- দুবাই ও আবু ধাবি। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেয়েদের আইপিএল ম্যাচগুলো শারজায় করতে চায় বিসিসিআই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ