শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৯:০২, ৬ মে ২০২৪
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের পদযাত্রা
ছবি- আই নিউজ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। এসময় ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
সোমবার (০৬ মে) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচির শুরুতে শাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে তাদের নেতৃত্বে পদযাত্রা করেন নেতাকর্মীরা। মিছিলটি গোলচত্বর থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।
এসব কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী ও বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান।
এসময় শাবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ফিলিস্তিনে ইসরায়েলর চালানো ভয়াবহ গনহত্যার নিন্দা করে বলেন, ‘‘বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিলেন। আমরা যেমন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের অধিকার আদায় করেছি তেমনি ফিলিস্তিনিরাও তাদের ভূখণ্ড রক্ষায় দীর্ঘ সংগ্রামে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ ও মনে করে ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ডের অধিকার রয়েছে । তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশ যদি ফিলিস্তিনের পাশে নাও থাকে তবুও বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে থাকবে।’’
সংক্ষিপ্ত বক্তিতায় শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঐক্যমত পোষণ করে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আমরা শাবিপ্রবি ছাত্রলীগ কর্মসূচি পালন করে যাচ্ছি। সারা বিশ্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে যেভাবে ছাত্র আন্দোলন সোচ্চার হয়েছে তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘‘ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিলেও বঙ্গবন্ধু সেটি প্রত্যাখ্যান করেছে। কেননা বঙ্গবন্ধু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিদার ছিলেন এবং ফিলিস্তিনের নিরীহ মানুষের মানুষের পক্ষে ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান করছে।’’
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া