আপডেট: ০৭:৩৮, ২৯ জুলাই ২০১৯
ডেঙ্গুতে আক্রান্ত একই হাসপাতালের ৩০ ডাক্তার ও নার্স
গত এক মাসে হাসপাতালের ১০ জন ডাক্তার ও ২০ জন নার্স চিকিৎসা নিয়েছেন। গুরুতর অবস্থার কারণে দুই চিকিৎসক এবং দুই নার্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
আইনিউজ ডেস্ক : গত এক মাসে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ জন চিকিৎসক ও ২০ জন নার্স ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালটির পরিচালক ডা. আমিন আহমেদ খান এই তথ্য জানান।
ডা. আমিন আহমেদ খান বলেন, ‘গত এক মাসে হাসপাতালের ১০ জন ডাক্তার ও ২০ জন নার্স চিকিৎসা নিয়েছেন। গুরুতর অবস্থার কারণে দুই চিকিৎসক এবং দুই নার্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’
তিনি আরও বলেন, ৩০ জনের মধ্যে দুইজন নার্স এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বাকি যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তারা অধিকাংশ ছুটিতে আছেন।
ডা. আমিন জানান, গত এক মাসে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়াও জুন মাসে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এসডি/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের