প্রকাশিত: ১৫:০৯, ৩০ জুন ২০১৯
আপডেট: ১৫:০৯, ৩০ জুন ২০১৯
আপডেট: ১৫:০৯, ৩০ জুন ২০১৯
পরিচ্ছন্ন ও পর্যটন বান্ধব মৌলভীবাজার পৌরসভা গড়ার মিশন নিয়ে ১৪২ কোটি টাকার বাজেট ঘোষণা
মৌলভীবাজার : একটি পরিচ্ছন্ন ও পর্যটন বান্ধব পৌরসভা গড়ার মিশন নিয়ে প্রায় দেড়শ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
রবিবার দুপুরে পৌরসভার বোর্ডরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ২০১৯-২০ অর্থ বছরের জন্য ১৪২ কোটি ২৭ লক্ষ ৪০ হাজার ২৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র। বিশাল অংকের বাজেট ঘোষণা করলেও নাগরিকদের ওপর নতুন করারোপ হয়নি। তবে যথাযথ কর আদায়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। -জানিয়েছেন মেয়র।
বাজেটে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে একমাত্র খাল কোদালিছড়া নিয়মিত সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দেয়া হয়। পরিচ্ছন্ন শহর গড়তে নিয়মিত বাসাবাড়ি ময়ল সংগ্রহে নানা উদ্যোগে কথা জানান মেয়র। কোদালিছড়ার দু’পার জুড়ে গাইড ওয়াল ও পায়ে হাঁটা পথ (ওযাকওয়ে) নির্মাণের কথাও জানান তিনি। এছাড়া পর্যটন বিকাশে বেরি লেকের উন্নয়ন, সিনিয়র সিটিজেন পার্কের কাজ সম্পন্ন করা ও ফুলেল শহর গড়ে তোলা, যানজট নিরসনে শহর বাইপাস সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাবনা তুলে ধরেন মেয়র। শহরের পুকুর ও জলাধার সংরক্ষণ ও দৃষ্টিনন্দন করতে পরিকল্পনার কথা জানান মেয়র। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাবলিক লাইব্রেরি নিয়মিত খোলা রাখা এবং সমৃদ্ধ লাইব্রেরি করতে পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। শহরের আদালত সড়ককে ভিআইপি সড়কে পরিণত করার কথা জানান তিনি।
মেয়র বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা ও মান সম্পন্ন সেবা প্রদানের দিকটি লক্ষ্য রেখে এ বাজেট তৈরী করা হয়েছে।
পরে বাজেটের উপর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, এনটিভির স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান সহ অন্যান্যরা।
এইচকে/ আইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়