Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

প্রকাশিত: ০৫:০৫, ১১ জুলাই ২০১৯
আপডেট: ০৭:৪৩, ১১ জুলাই ২০১৯

রাজশাহীর সাথে বন্ধ রেল যোগাযোগ

আইনিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ওয়াগনের বগিগুলো এখনো তোলা শেষ হয়নি।  যে কারণে বুধবার (১০ জুলাই) থেকে এখন পর্যন্ত রাজশাহীর সাথে সারাদেরশের রেল যগাযোগ বন্ধ রয়েছে। জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে হলিদাগাছি এলাকায় একটি তেলবাহী ওয়াগনের নয়টি বগি লাইনচ্যুত হয়। সোয়া ৭টার দিকে উদ্ধারকারী গাড়ি ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে যায়। উদ্ধারকাজ চলছে। তবে এখনো কাজ শেষ হয়নি। রাতের এবং সকালের ট্রেনগুলোর যাত্রা বাতিল হয়েছে। যাত্রীদের বলা হয়েছে টিকেট জমা দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে।
এখনো পড়ে আছে ছয়টি বগি তোলার কাজ
বৃহস্পতিবার (১১ জুলাই) বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশি) মিজানুর রহমান বলেন, সকাল সাতটা পর্যন্ত ৩টা বগি তোলা হয়েছে। এখনো পড়ে আছে ছয়টি বগি তোলার কাজ। রেললাইনও ক্ষতিগ্রস্থ হয়েছে, মেরামতের আগে রেল চলাচল স্বাভাবিক হবে না। বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনার পর থেকে ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার পথে সিল্কসিটি এক্সপ্রেস আবদুলপুরে আটকা পড়ে। ব্যাপক ভোগান্তিতে পরে যাত্রীরা ট্রেন বাদ দিয়ে সড়কপথে রাজশাহী রওনা হন। বুধবার রাতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে। সকালে পদ্মা এক্সপ্রেসের যাত্রা বাতিল হয়েছে। এসডি/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়