Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ০৪:৫৬, ৩ আগস্ট ২০১৯
আপডেট: ০৬:১৪, ৩ আগস্ট ২০১৯

আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হলেন মেসি

ম্যাচ শেষে মেসি কনমেবলের সমালোচনা করে বলেন, ‘কনমেবল অনেক দুর্নীতি গ্রস্থ। আর এমন দুর্নীতি গ্রস্থ একটু টুর্নামেন্টে আর্জেন্টিনার অংশগ্রহণ করা উচিৎ নয়।’

আইনিউজ ডেস্ক: তিন মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা শনিবার (৩ আগস্ট) এই ঘোষণা দেন। সেই সাথে ৫০ হাজার ডলার জরিমানাও করা হয় তাঁকে।

এবারের কোপা আমেরিকার সেমি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয় মেসির দল আর্জেন্টিনা। ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হেরে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনার আবেদন করা পেনাল্টি নাকচ করে দেন রেফারি। আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ নিয়ে এরপর থেকেই শুরু হয় ধোঁয়াশা। মেসিও চটে গিয়ে মাঠের মধ্যেই রেফারির সাথে জড়িয়ে পড়েন বাক-বিতণ্ডায়।

তবে মাঠের মধ্যে রেফারির সাথে তর্ক করেই কেবল শান্ত হননি মেসি। আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ করে মেসি বলেন, ‘প্রথম থেকেই সব কিছু ব্রাজিলের জন্য গোছানো আছে। ব্রাজিলের পক্ষেই সব সিদ্ধান্ত গিয়েছে। আর আমি জানি ব্রাজিলই জিতবে এই টুর্নামেন্ট।’ এছাড়াও রেফারি নিয়েও মন্তব্য করেন মেসি।

পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। আর সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেসি। এর প্রতিবাদে নিজের পুরস্কার নিতে মঞ্চেও যাননি তিনি। মেসির এমন আচরণে ক্ষেপে যায় কনমেবল। ম্যাচ শেষে মেসি কনমেবলের সমালোচনা করে বলেন, ‘কনমেবল অনেক দুর্নীতি গ্রস্থ। আর এমন দুর্নীতি গ্রস্থ একটু টুর্নামেন্টে আর্জেন্টিনার অংশগ্রহণ করা উচিৎ নয়।’

মেসির এই সমর্থন জানান আর্জেন্টিনার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট। তিনি কনমেবলের হয়ে ফিফায় কর্মরত ছিলেন। সংবাদমাধ্যমের সামনে কনমেবলকে নিয়ে কটূক্তি করায় পদ হারান তিনি।

অন্যদিকে কনমেবলের তদন্তকারী কমিটি মেসির শাস্তির সুপারিশ করেন। মেসিকে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে আন্তর্জাতিক ফুটবল থেকে। সেই সাথে ৫০ হাজার ডলার জরিমানাও করা হয় মেসিকে।

এইচএ/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়