Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ১২:৫৪, ২৮ জুলাই ২০১৯
আপডেট: ১২:৫৮, ২৮ জুলাই ২০১৯

সাঁওতাল পল্লীতে হামলা : ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ, মারপিট, লুটপাট,  গুলি এবং আদিবাসী হত্যা মামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআইয়ের গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার।

অভিযোগপত্রে সুগার মিলের জিএম (অর্থ) নাজমুল হুদা ও ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ ৯০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে পিবিআই জেলা ইউনিট ইনচার্জ ও গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সঠিক তদন্ত ও মূল আসামিদের আইনের আওতায় আনতেই চার্জশিট দাখিলে কিছুটা সময় লেগেছে। এর আগে মামলাটি তদন্ত কার্যক্রম অব্যাহতের পাশাপাশি অভিযুক্তদের মধ্যে ২৫ আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া লুটপাট হওয়া বেশকিছু মালামালও উদ্ধার করা হয়।

তিনি জানান, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম এলাকায় আদিবাসী পল্লী উচ্ছেদ করতে যায় রংপুর চিনিকল কর্তৃপক্ষ। তারা শ্রমিক, পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ স্থানীয়দের নিয়ে আদিবাসীদের উচ্ছেদ করতে যায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে সুগার মিলের জিএম নাজমুল হুদা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের নেতৃত্বে লোকজন ও পুলিশ সাঁওতালদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে এবং গুলি চালিয়ে হটিয়ে দেয়। এসময় আদিবাসীদের ছোড়া তীরে আট পুলিশ সদস্য ও স্থানীয় দুজন আহত হন।

এ ব্যাপারে ২০১৬ সালের ২১ নভেম্বর আদিবাসী স্বপন মুরর্মু ও থমাস হেমব্রম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার দেয়া হয় পিবিআই গাইবান্ধার ওপর। দীর্ঘ আড়াই বছর তদন্তের পর ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, রংপুর চিনিকলের জিএম (অর্থ) নাজমুল হুদা, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, ইউপি মেম্বার শাহ আলম, মোশাররফ আইয়ুব আলীসহ ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর চিনিকল কর্তৃপক্ষের জমি দখলে নিতে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এ ঘটনায় গোলাগুলিতে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়