Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ১৭:০৪, ৩ মার্চ ২০২০
আপডেট: ১৭:১০, ৩ মার্চ ২০২০

সৌদিতে সড়কে নিভে গেলো মৌলভীবাজারের দুই প্রবাসীর স্বপ্ন  

নিজস্ব প্রতিবেদক :  বাইশ বছরের যুবক জাকের। পুরো নাম জাকের আলী। দুই ভাই ও চারবোনের মধ্যে সে সবার বড়। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্বটাও বেশি।

স্থানীয় গজভাগ স্কুল অ্যান্ড কলেজ থেকে আড়াই বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাড়ি জমান সৌদি আরবে। তার বুকভরা স্বপ্ন ছিলো পরিবারের আর্থিক উন্নতি। মা-বাবা, ভাইবোনের স্বাচ্ছন্দময় জীবন।

মঙ্গলবার সে স্বপ্ন মরুর ধুলায় সাথে মিলিয়ে যায়। এক সড়ক দুর্ঘটনায় মরুর বালুতে পড়ে থাকা জাকেরের নিথরদেহ সব স্বপ্নকে  মিথ্যা করে দেয়।

[caption id="attachment_50168" align="alignnone" width="635"] জাকের ও হান্নান; সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের দুই প্রবাসী। জীবনের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র এখন শুধুই স্মৃতি।[/caption]  

জাকেরের চাচাতো ভাই জসিম মিয়া আই নিউজকে বলেন- প্রিয় স্বজনকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম। বাবা-মা, ভাই-বোন সকলে শোকে স্তব্ধ।

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১টায়  সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় জাকের আলীসহ মৌলভীবাজারের দুই প্রবাসী নিহত হয়েছেন। শাওন আহমদ (২০) নামে অপর এক প্রবাসী আহত হয়েছেন।

পারিবারিক সূত্র জানায়- তাদের বহনকারী চলন্ত গাড়িটি হঠাৎ চাকা উল্টে এই দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে মক্কা এলাকায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিন বাংলাদেশি যুবক। হঠাৎ করে চলন্ত গাড়ির চাকা খুলে গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলে জাকের আলী ও আব্দুল মুকিত নামে ঐ দুই যুবক মারা যায়। আহত হন গাড়িচালক শাওন।

প্রিয় স্বজনকে হারিয়ে নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহত জাকের আলী (২২)কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে। অপর নিহত প্রবাসী আব্দুল মুকিত (৩৭) জুড়ী উপজেলার আব্দুল হান্নানের ছেলে। এ ছাড়া শাওন আহমদ (২০) নামে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের আরেক প্রবাসী আহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার সকালে মক্কা এলাকায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিন বাংলাদেশি যুবক। হঠাৎ করে চলন্ত গাড়ির চাকা খুলে গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলে জাকের আলী ও আব্দুল মুকিত নামে ঐ দুই যুবক মারা যায়। আহত হন গাড়িচালক শাওন।

অপর নিহত সাগরনাল ইউনিয়নের আব্দুল মুকিত ১৯ বছর আগে জীবিকার টানে সৌদি আরবে পাড়ি জমান। দেশে ২ কন্যা, ১ ছেলে, মা-বাবা এখন শুধুই স্বজনের লাশের অপেক্ষা।

প্রতিবেশিরা বলেন- এমন হৃদয়বিদারক ঘটনা মেনে নেওয়া কঠিন। দুইটা মেয়ে, ছেলে, মা-বাবা; আমরা কাকে শান্তনা দেবো।

পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জাকের প্রায় ৬ মাস পূর্বে সৌদিতে পারি জমায়। কিন্তু তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

[caption id="attachment_50165" align="alignnone" width="1592"] সড়ক দুর্ঘটনায় গাড়ি থেকে ছিটকে পড়ে আছে প্রবাসীর মরদেহ।[/caption]

নিহত ২ প্রবাসীর মরদেহ বর্তমানে রিয়াদের কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়