Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ০৬:২৬, ৪ মার্চ ২০২০
আপডেট: ০৬:২৬, ৪ মার্চ ২০২০

সিলেটে রাস্তায় মশারি টাঙিয়ে প্রতিবাদ

সিলেট: মশার উপদ্রবে নাস্তানাবুদ সিলেটের নগরবাসী। মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের উদাসীনতায় হতাশ সিলেটের নাগরিকরা। এর প্রতিবাদে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে মঙ্গলবার নগরীতে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের মশা নিধনে সিসিকের উদাসীনতার কথা উল্লেখ করে বলেন, সিলেট নগরীতে মশা নিধনে বর্ষার শেষের দিকেই কার্যকর পদক্ষেপ নেয়ার প্রয়োজন ছিল। কিন্তু সিসিক কর্তৃপক্ষের উদাসীনতার কারনে শীতের শেষেও মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তি দিতে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি আরো বলেন, মশা নিধনের নাম করে সিটি কর্তৃপক্ষ ওষুধ ছিটিয়ে যে ‘আইওয়াশ’ করে তা মূলত মশা নিধন করে না।

তিনি আরও বলেন, সকালে ওষুধ ছিটিয়ে দিলে বিকেলে আরো মশা বেড়ে যায়। তাই ‘আইওয়াশ’ নয়, মশা নিধনে বাস্তবভিত্তিক স্থায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। পরে উদ্ভাবক মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে সিসিক মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন। স্মারকলিপির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রী, সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাব বরাবরে প্রদান করা হয়। মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদানকালে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, সিলেট জেলার অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী সমিতির প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. খলিলুর রহমানসহ আরও অনেকেই।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়