Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ০৬:৩০, ৪ মার্চ ২০২০
আপডেট: ০৬:৩১, ৪ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত সৈয়দ হোসেন (৫৮) আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বুধবার ভোরে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পূর্বপাশের মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

ঘাতক ট্রাক দ্রুত পালিয়ে যাওয়ার সেটিকে এখনো আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাতে এসআই জহিরুল ইসলামসহ সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও ড্রাইভার আবুল কালাম পুলিশ ভ্যান নিয়ে রাত্রিকালীন (মোবাইল-২) রনপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা থেকে বড়ইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন।

ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুত গতির একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আইনিউজ/টিএ
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়