প্রকাশিত: ১৬:৩২, ৩ আগস্ট ২০১৯
আপডেট: ১৬:৩২, ৩ আগস্ট ২০১৯
আপডেট: ১৬:৩২, ৩ আগস্ট ২০১৯
শ্রীমঙ্গলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন কিছুটা সুস্থ থাকলেও বাকী দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন কিছুটা সুস্থ থাকলেও বাকী দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত তিনজন রোগীর মধ্যে ২৯ জুলাই শফিকুল ইসলাম(৩৬) নামে এক ডেঙ্গু রোগী হাসপাতালে আসেন। পরে ৩১ জুলাই আসেন কামাল মিয়া (৩২) ও পল্লবী উড়িয়া (১৩) নামে দুইজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত সেসব রোগীকে সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। রোগীর অবস্থা অনেক সময় অনেক খারাপ হয়ে যায়। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরঞ্জাম দিয়ে এই রোগী সামাল দেয়া কঠিন। তাই রোগীদের আমরা মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। শ্রীমঙ্গল পৌরসভার শহর পরিকল্পনাবিদ ও মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যেহেতু শ্রীমঙ্গলে তিনজন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে সেহেতু শ্রীমঙ্গলে এডিস মশা থাকতে পারে বলে আমরা ধারণা করছি। আমরা পৌরসভার বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছি। আজ থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে বলে আসবো। মশার ওষুধ ছিটানো হয়নি। তবে মশা মারার ওষুধ ছিটানোর পরিকল্পনাও আমাদের আছে। তিনি আরও বলেন, এই কাজের জন্য পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি কমিটিও ইতিমধ্যে করা হয়েছে। মানুষ সচেতন হলে আর ওষুধ লাগে না। তিনি পৌরবাসীকে আহবান করে বলেন, সবাই যেন নিজ-নিজ বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এসটি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়