Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

প্রকাশিত: ০৮:১৪, ৪ আগস্ট ২০১৯
আপডেট: ০৮:১৪, ৪ আগস্ট ২০১৯

বগি রেখেই ছুটে চলেছে ট্রেনের ইঞ্জিন!

আইনিউজ ডেস্ক: প্রায় চার শতাধিক যাত্রীবাহী ১২টি বগি রেখেই ছুটে চলেছে ট্রেনের ইঞ্জিন। ১২ কোচের ট্রেনটি আকস্মিক বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিন অনেক দূর চলে যায়। পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীবাহী কোচ থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটেছে রোববার সকালে পঞ্চগড়-ঢাকা রুটে।

রেলের একটি সূত্র জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৯৩ নং আপ এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৪০ মিনিটে পার্বতীপুর রেল স্টেশন থেকে পঞ্চগড় অভিমুখে ছেড়ে যায়। ট্রেনটি সকাল ৮টা ৫০ মিনিটে মইষমারী নবিপুর স্কুল সংলগ্ন ৩৯০/০ রেল পিলারের পাশ অতিক্রম করার সময় ইঞ্জিন (নম্বর-৬৫১৮) থেকে ১২টি কোচের ট্রেনটি আকস্মিক বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রায় ৩ কিলোমিটার দূরে চিরিরবন্দর স্টেশনে গিয়ে দাঁড়ায়। পরে ইঞ্জিনটিকে ফিরিয়ে এনে বগির সঙ্গে সংযুক্ত করে ৯টা ১৫ মিনিটে গাড়িটি পঞ্চগড় অভিমুখে পুনরায় ছেড়ে যায়।

৭৯৩ নং আপ যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের গার্ড রাকিবুজ্জামান বলেন, ‘পার্বতীপুর থেকে ট্রেন ছেড়ে আসার পরে মন্মথপুর রেলস্টেশন অতিক্রম করে। চিরিরবন্দর রেলস্টেশন পৌঁছানোর আগে উপজেলার মহিষমারী ইউনিয়নের নবীনগর স্কুল সংলগ্ন এলাকায় ৩৯০/০ রেল পিলারের সন্নিকটে এ ঘটনা ঘটে।

এসময় ট্রেনের ১২টি কোচের সবগুলো বিচ্ছিন্ন হয় ইঞ্জিন থেকে। ট্রেনে এসি বার্থ, এসি চেয়ার, শোভন চেয়ারসহ সবগুলো কোচের সাড়ে চার শতাধিক যাত্রী ছিলেন।

তিনি আরও জানান, গাড়ি ও ইঞ্জিন হাইড্রোলিক হওয়ার কারণে বিচ্ছিন্ন হওয়ার পর পরই গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।

ওই ট্রেনের যাত্রী মোহসিন আলী জানান, চলন্ত গাড়িটি হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। ইঞ্জিনের লোকোমোটিভ মাস্টার মিজানুর রহমান ও সহকারী লোকোমোটিভ মাস্টার ছিলেন আবু তারেক।

ইঞ্জিনের সহকারী চালক আবু তারেক জানান, চিরিরবন্দর স্টেশনের ৩ কিলোমিটার দূরে ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। এসময় গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭০ কি.মি.।

এ ব্যাপারে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. শফিকুর রহমান বলেন, ‘ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী ৭দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

এইচএ/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়