Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

প্রকাশিত: ০৯:৫৮, ১৩ মে ২০১৯
আপডেট: ১০:০২, ১৩ মে ২০১৯

১৭ মে থেকে বাসের অগ্রিম টিকিট দেয়া শুরু

 আইনিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  ১৭ মে শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন অগ্রিম টিকিট ছাড়ার এই দিন নির্ধারণ করেছেন। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, ‘বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ১৭ মে সকাল ছয়টা থেকে বিভিন্ন গন্তব্যের বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। আমরা ৫ বা ৬ তারিখ ঈদের দিন ধরে অগ্রিম টিকিট দিচ্ছি ৩০ মে থেকে। ’চেয়ারম্যান জানান, এবার গরম ও প্রচণ্ড রোদে যাতে কাউন্টারে আসা টিকিটপ্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সে জন্য শামিয়ানা বা বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসএ/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়