Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

প্রকাশিত: ০৭:২৩, ১৫ মে ২০১৯
আপডেট: ০৭:২৫, ১৫ মে ২০১৯

চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন ওবায়দুল কাদের

আইনিউজ ডেস্ক: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সঙ্গে সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মাহবুবুল-আলম হানিফ। তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরবেন। আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন। আশা করি, তিনি আবারো আগের মত পরিপূর্ণ সুস্থ্যভাবে দল পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করবেন। দেশে ফেরার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন বলে জানান তিনি। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে শংকটাপন্ন অবস্থায় ওবায়দুল কাদেরকে সিংগাপুরে নিয়ে যাওয়া হয়। এইচএ/ ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়