Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

প্রকাশিত: ০৬:২৯, ২০ জুন ২০১৯
আপডেট: ০৬:২৯, ২০ জুন ২০১৯

আইয়ুব বাচ্চু স্মরণে প্রবর্তক মোড়ে বসবে গীটার ভাষ্কর্য

চট্টগ্রাম: চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চু স্মরণে গিটারের ভাস্কর্য বসানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চুর নামে একটি চত্বর করার চিন্তা করা হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম। এর আগে আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর চট্টগ্রামে তাঁর জানাজায় সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছিলেন এই গুণী সংগীতশিল্পীর স্মৃতি সংরক্ষণ করা হবে। রেজাউল করিম জানান, প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চুর একটা গিটারের আদলে ভাস্কর্য করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক একটা নকশাও হয়েছে। নকশায় পরিবর্তনও হতে পারে। তবে গিটারের ভাস্কর্য থাকবে। এ জন্য প্রবর্তক মোড়ের নাম পরিবর্তন হবে না। আইয়ুব বাচ্চুর বিখ্যাত ‘এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহু দূরে গান’ কিংবা তার গিটারের জাদুকে স্মরণে রাখতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। আইয়ুব বাচ্চুর নামে চত্বর হলে প্রবর্তক মোড়ের এক পাশে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা রয়েছে বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন। আইয়ুব বাচ্চু গত বছরের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়