Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

প্রকাশিত: ০৭:৫৫, ২৯ মে ২০১৯
আপডেট: ১৪:৪৯, ২৯ মে ২০১৯

মৌলভীবাজারের জয়নুল যুক্তরাষ্ট্রে খুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে ট্যাক্সির ভাড়া চাওয়ায় যাত্রীর হাতে জয়নুল ইসলাম (৬০) নামে চালক খুন হয়েছেন। গত শুক্রবার  রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জয়নুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ (ছালিয়া) গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন জয়নুল। গত মঙ্গলবার সকালে জয়নুলের মরদেহ দাফন করা হয়। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। জয়নুলের পরিবারকে আর্থিকভাবে সহায়তা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এক তরুণ।
নিহতের স্বজন ও প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়নুল ইসলাম প্রায় ১০ বছর আগে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান। তিনি মিশিগানের ডেট্রয়েটের কাশ্মীর স্ট্রিটে স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে বসবাস করতেন। সেখানে তিনি ট্যাক্সিক্যাব চালিয়ে জীবিকানির্বাহ করতেন।
ঘটনার দিন রাতে ট্যাক্সি চালাচ্ছিলেন জয়নুল। এ সময় এক যাত্রী ট্যাক্সির ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। ওই যাত্রীর সঙ্গে জয়নুলের কথা কাটাকাটির একপর্যায়ে জয়নুলকে গুলি করা হয়। পুলিশকে উদ্ধৃত করে ফক্স টু ডেট্রয়েট জানিয়েছে, গুলিবিদ্ধ জয়নুল চলন্ত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খায় ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্বামীকে হারিয়ে সাত সন্তানকে নিয়ে অনেকটা অসহায় জয়নুলের স্ত্রী। নিহত জয়নুলের বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী নাঈম চৌধুরী বলেন, ‘একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে জয়নুলের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। জয়নুল একজন ভালো, পরিশ্রমী ও ধার্মিক মানুষ ছিলেন। তার এমন মৃত্যুতে আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়েছে।’ তিনি জানান, এ হত্যাকাণ্ডের তদন্তে এখনও খুব একটা অগ্রগতি হয়নি। ‘আমরা আশা করছি, এ সপ্তাহের মাঝামাঝি সময়েই পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করবে।’
এদিকে জয়নুলের পরিবারকে আর্থিকভাবে সহায়তা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান তরুণ তাজ চৌধুরী। এতে অনেকেই সহায়তার হাত বাড়িয়েছেন। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার ডলারেরও আর্থিক অনুদান উঠেছে বলে তিনি জানিয়েছেন। অসহায় পরিবারটিকে সহায়তার জন্য ১ লাখ ডলার অনুদান সংগ্রহ করতে চাইছেন তারা। এক ভিডিও বার্তায় তাজ চৌধুরী বলেন, ‘পরিবারটির জন্য যতটুকু সম্ভব অর্থ সংগ্রহ এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত বলে আমি মনে করি।’ এদিকে জয়নুলের মৃত্যুর খবরে গ্রামের বাড়ি বড়লেখার বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ (ছালিয়া) গ্রামে শোকের ছায়া নেমে আসে।
জয়নুল ইসলামের প্রতিবেশী বর্ণি ইউনিয়নের সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, তিনি (জয়নুল) দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করেন। তিনি খুবই একজন ভালো মানুষ ছিলেন। শুক্রবার রাতে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে আমরা শোনেছি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশে একজন মানুষকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করলো। এটা খুবই উদ্বেগের বিষয়। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।
এসএ/ইএন
 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়