Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

প্রকাশিত: ১৪:৩৫, ৩০ মে ২০১৯
আপডেট: ১৪:৩৬, ৩০ মে ২০১৯

সিলেটে ফিজাসহ ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

সিলেট: সিলেটে ফিজা-স্বাদসহ আরো চারটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব ৯ এর যৌথ অভিযানে চেইন শপ ফিজা অ্যান্ড কোং, স্বাদ অ্যান্ড কোং, রসমেলা ও রিসেন্ট ফুডকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাস্মদ ফয়জুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বাদ অ্যান্ড কোং-এর ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ টোস্ট ভেঙে নতুন টোস্ট তৈরির উপকরণের সঙ্গে পুনরায় মিশিয়ে দেয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির কারণে ১ লাখ টাকা, ফিজা অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরির ভেতরে সেমাই তৈরিতে ময়লা ডালডা ব্যবহার, কেকের ওপর ময়লা ছাড়াও পুরো ফ্যাক্টরির ভেতরে ধুলা-ময়লা থাকাসহ বেশ কিছু কারণে ৪০ হাজার টাকা, রিসেন্ট ফুডকে পোড়া তেল ব্যবহার করায় ৭০ হাজার টাকা এবং রসমেলায় মিষ্টির রসে তেলাপোকা পড়ে থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাস্মদ ফয়জুল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কনজুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব), সিলেট এর সদস্য পাপিয়া রায়, র‌্যাব-৯ এর এএসপি উবাইন রাখাইনসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়