Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

প্রকাশিত: ০৮:২৩, ১৭ জুন ২০১৯
আপডেট: ০৮:২৫, ১৭ জুন ২০১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মোয়াজ্জেমকে

আইনিউজ ডেস্ক: সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ওসি মোয়াজ্জেম হোসেনকে। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী গাড়িটি শাহবাগ থানা থেকে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টায় সাইবার ট্রাইব্যুনালে পৌঁছায়। ফেনী পুলিশ ও শাহবাগ থানা পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে শাহবাগ থানা থেকে গাড়িতে করে সাইবার ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর মামলায় গ্রেফতার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় নেয়া হয়। গতকাল রবিবার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় মোয়াজ্জেমকে। এরপর আজ সকালে তাকে ফেনীর সোনাগাজী পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, মাদরাসা ছাত্রী নুসরাত জাহানকে গত ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ড়াই করে গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নুসরাত। নুসরাতের উপর আক্রমণের কিছুদিন আগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান নুসরাত। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন। পরে নুসরাত মারা গেলে তার জবানবন্দির ভিডিওটি ওসি মোয়াজ্জেম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই ওসি মোয়াজ্জেম হোসেনের উপর আনিত অভিযোগের সত্যতাও খুঁজে পায়। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়