Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

প্রকাশিত: ১১:১৩, ২৮ জুন ২০১৯
আপডেট: ১২:৪০, ২৮ জুন ২০১৯

বরমচালে ‘সেতু ঝুঁকিপূর্ণ’ আশংকায় ঘন্টাখানেক ট্রেন আটকা

কুলাউড়া :   টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালের বড়ছড়া খালের পানি। এদিকে বড়ছড়া খালে পড়ে আছে দুর্ঘটনায় পতিত উপবন ট্রেনের একটি বগি। ফলে বাঁধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি চলাচল।  এ অবস্থায় খালের উপর বড়ছড়া রেলওয়ে  সেতুটি ঝুঁকিপূর্ণ হতে পারে। এমন আশংকায় শুক্রবার বিকেল ৩টার দিকে বরমচালে স্টেশনে প্রায় ঘন্টাখানেক আটকা পড়ে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। কুলাউড়া স্টেশনে আটো পড়ে  সিলেটগামী জালালাবাদ ট্রেন। মাঝপথে আটকা পড়ে সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেন। তবে ঘন্টাখানেক পর বিকেল ৪টার দিকে পরীক্ষা নিরীক্ষার পর সেতুটি খোলে দেয়া হয়। [caption id="attachment_6594" align="alignnone" width="534"] টানা বৃষ্টিতে কুলাউড়ার বরমচালে বড়ছড়া খালের পানি বাড়ছে। ফলে বড়ছড়া সেতু ঝুঁকিপূর্ণ হওয়ার আশংকা করা হচ্ছে।[/caption] কুলাউড়া ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ ঘটনার সতত্য নিশ্চিত করে আইনিউজকে বলেন, বড়ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় কিছু সময়  রেল চলাচল বন্ধ রাখা হয়। পরে প্রকৌশল টিম পরীক্ষানিরীক্ষা করে সেতুটি খোলে দেয়া হয়। [video width="400" height="230" mp4="http://eyenews.news/wp-content/uploads/2019/06/getfvid_65856335_2273780569372410_8928083358693457920_n.mp4"][/video] প্রসঙ্গত গত ২৩ জুন (রবিবার) রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী, সচিবসহ রেলওয়ে বিভাগ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।   এইচকে/ আইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়