Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৩, ১১ জুন ২০২৩

রাজশাহীতে পদ্মায় ডুবে মারা যাওয়া ২ কলেজ ছাত্রের লা-শ উ দ্ধা র

নিহত কলেজ ছাত্রের ভেসে ওঠা লা শ দেখতে মানুষের ভিড়। ছবি- সংগৃহীত

নিহত কলেজ ছাত্রের ভেসে ওঠা লা শ দেখতে মানুষের ভিড়। ছবি- সংগৃহীত

রাজশাহীতে পদ্মা ডুবে মারা যাওয়া দুই কলেজ ছাত্রের লা শ উ দ্ধা র করেছে পুলিশ। খেলার শেষে গোসল করতে নেমে পদ্মা নদীতে নিখোঁজ হয়ে যান এ দুই কলেজ ছাত্র। এর একদিন পর তাদের দুজনের লা শ পৃথকভাবে ঘটনাস্থলে ভেসে ওঠে। 

রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে একজন কলেজ ছাত্রের এবং পরে দুপুর ১২টার দিকে অন্য জনের লা শ পানিতে ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন। আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

নি হ ত কলেজছাত্ররা হলেন, রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সায়েম এবং গা দরগাপাড়া এলাকার মৃত খাজা মইনুদ্দীনের ছেলে রিফাত খন্দকার।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নয় বন্ধু শ্রীরামপুর এলাকার পদ্মার চরে ফুটবল খেলে নদীতে গোসল করতে নামে। সাড়ে ১১টার দিকে সায়েম ও গালিব ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়জন ডুবুরি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালিয়েও দুই কলেজছাত্রের সন্ধ্যান পাননি।

রোববার (১১ জুন) সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা আবারো উদ্ধার অভিযান শুরু করে। সকাল সাড়ে ৬টার দিকে সায়েমের মরদেহ ভেসে ওঠে। আর ডুবে যাওয়ার ২৪ ঘন্টারও বেশি সময় পর বেলা ১২টার দিকে গালিবের মরদেহ একই এলাকায় ভেসে ওঠে।

রাজশাহীর সদর ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, ডুবে যাওয়া দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ