Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

হেলাল আহমেদ, আই নিউজ

প্রকাশিত: ১৭:৫৮, ১৯ জুন ২০২৩
আপডেট: ১৮:৪১, ১৯ জুন ২০২৩

সাংবাদিক নাদিম হ ত্যা : বাবু চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সাংবাদিক নাদিম হ-ত্যা মামলার প্রধান আসামী বরখাস্ত হওয়া চেয়ারম্যান বাবু।

সাংবাদিক নাদিম হ-ত্যা মামলার প্রধান আসামী বরখাস্ত হওয়া চেয়ারম্যান বাবু।

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হ ত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (১৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে। 

একইসঙ্গে এই বর্বর হ ত্যা কাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ হতে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‍্যাব গত শনিবার (১৭ জুন) পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে।  পরবর্তীতে র‍্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হ ত্যা য় জড়িত বলে জানা যায়। অভিযুক্ত বাবু বর্তমানে জেল হাজতে আছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ