Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

হুমায়ুন কবির, তারাকান্দা

প্রকাশিত: ১৮:৪৭, ১৯ জুন ২০২৩

তারাকান্দায় পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় ৬ জন গ্রেফতার 

বিভিন্ন মামলায় গ্রেফতার আসামীরা। ছবি- আই নিউজ

বিভিন্ন মামলায় গ্রেফতার আসামীরা। ছবি- আই নিউজ

ময়মনসিংহের তারাকান্দায় বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি লিটন মিয়া, শামীম মিয়া, মমরুজ আলীকে ১০৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

রোববার (১৮ জুন) দিবাগত রাতে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল খায়ের এর দিকনির্দেশনায় এসআই রায়হানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মালিডাংগা, গজহরপুর ও কোদালিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এসময় এসআই জিল্লুর, এএসআই নজরুল, এএসআই সুজন ও সঙ্গীয় ফোর্স তাঁর সাথে ছিলেন।

গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন মো: বাবুল মিয়া (৪৫), মো: হাবিবুল্লাহ (২০) ও হামিদা খাতুন (৪০)। আর একাধিক মাদক মামলার তালিকাভুক্ত আসামি লিটন মিয়া (৩৮), মো: শামীম মিয়া (২৮) ও মো: মমরুজ আলীকে (৪৫) ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সোহেল বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার ময়মনসিংহে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ