Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)

প্রকাশিত: ১৯:৩০, ২০ জুন ২০২৩

ডিমলায় ৩৪ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

নীলফামারীর ডিমলায় সম্প্রতি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২-২৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসন ডিমলার আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান প্রমুখ।

এ সময় সম্প্রতি সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৪টি পরিবারের মাঝে ৬৮ বান্ডিল ঢেউটিন, নগদ ২ লাখ ৪ হাজার টাকা ও প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রিক ও মিডিয়াকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ