Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:০৭, ২৪ জুন ২০২৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা : নিহত বেড়ে ৭

দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স। ছবি- সংগৃহীত

দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স। ছবি- সংগৃহীত

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেলিং এর সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন গাড়িটির চালক, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়েতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফরিদপুর হাইওয়ে পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। 

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন মাইক্রোবাসের আরোহীরা। বেলা ১১টার দিকে ভাঙ্গার মালিগ্রাম ওভারব্রিজের ওপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি। এতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাত যাত্রীর মৃত্যু হয়। 

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাফর জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান। তার আগেই অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে যায়।

লাশ শনাক্ত করণের চেষ্টা চালছে বলেও জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ