Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ৬ জুলাই ২০২৩

এস্কেভেটর-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গোপালগঞ্জ সদরে এস্কেভেটর এবং একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোগীসহ চারজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস্কেভেটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও চারজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয় ও আহতদের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ