Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ৮ জুলাই ২০২৩

যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৭ নিহত 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে বাস ও ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ ৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন। ঘটনায় আর আহত হয়েছেন আরো দুইজন। 

শুক্রবার (৭ জুলাই) যশোরের লেবুতলায়সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার ব্যাপারে স্থানীয়রা জানান, যশোরমুখী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরামুখী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বেপরোয়া গতির বাস সামনে থাকা ইজিবাইকের উপর উঠে যায়। এ সময় আরোহীসহ ইজিবাইকটি বাসের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

একই পরিবারের নিহতরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের ২ বছর বয়সীর জমজ দুই ভাই হাসান-হোসেন, রাহিমা খাতুন ও তার মেয়ে জবা। তাদের দাদি মাহিমা খাতুন।

নিহত অপর দু’জন হলেন, সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন ও মথুরাপুর গ্রামের ইজিবাইক চালক আবু মুসা।

এ ঘটনায় আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন দু’জন। তারা হচ্ছেন নিহত জমজ দুই ভাইয়ের মা সোনিয়া বেগম ও সদর উপজেলার সুলতানপুর গ্রামের নয়ন হোসেন। নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, চালক ও হেলপার বাস রেখে পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ