Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ১৭ জুলাই ২০২৩

শেষমুহুর্তে হিরো আলমকে ধোলাই 

হিরো আলমকে প্রকাশ্যে মারধোর করছেন একদল কর্মী। ছবি- সংগৃহীত

হিরো আলমকে প্রকাশ্যে মারধোর করছেন একদল কর্মী। ছবি- সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে শেষ সময়ে এসে ঘটেছে লঙ্ককাণ্ড। এই আজ উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হিরো আলমও। দুপুরের পর জয় বাংলা শ্লোগান তুলে হিরো আলমকে ব্যাপক মারধোর করেছেন একদল সমর্থক। 

সোমবার (১৭ জুলাই) বিকাল ৩টার পরে এই আসনের বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে হিরো আলম হামলার শিকার হন। হিরো আলমকে মারধরের একাধিক ভিডিও ঘটনার পরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়- হিরো আলমকে মারধোর করতে করতে কেন্দ্র থেকে বাইরে নিয়ে আসছেন একদল কার্ডধারী কর্মী। তারা এসময় জয় বাংলা শ্লোগানও দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মারধোরের সময় একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা এগিয়ে আসেন নি। বর্তমানে হিরো আলম রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হিরো আলম গণমাধ্যমকে বলেন- ‘শুরু থেকেই নানাভাবে আমাকে বাধা দেওয়া হচ্ছিল। ৩টার দিকে বনানী বিদ্যানিকেতনে গেলে জয় বাংলা স্লোগান দিয়ে একদল উশৃঙ্খল যুবক আমার উপর হামলা চালায়। আমাকে বেধড়ক মারে, জামাকাপড় ছিঁড়ে দেয়। হামলাকারী সবাই সরকারদলীয় ছাত্রলীগ-যুবলীগের।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ