Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ১৮ জুলাই ২০২৩

সিলেটে উন্নয়ন শোভাযাত্রায় আ. লীগের দুই নেতার বাকবিতণ্ডা 

শোভাযাত্রার আগে আওয়ামী লীগের সংক্ষিপ্ত আলোচনা। ছবি- আই নিউজ

শোভাযাত্রার আগে আওয়ামী লীগের সংক্ষিপ্ত আলোচনা। ছবি- আই নিউজ

সিলেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাত্রা কর্মসূচি পালিত হয়েছে। তবে শোভাযাত্রায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে আওয়ামী লীগের শোভাযাত্রা শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন নেতৃবৃন্দ। আলোচনা সভার সময় দলের দুই উচ্চ পর্যায়ের নেতার মধ্যে বাকবিতণ্ডা হয়।  

জানা গেছে, সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের বক্তব্য চলাকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হতে দেখা যায়। পরে উপস্থিত অন্য নেতারা তাদের বিষয়টি সমাধান করেন। তবে কোন কারণে তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সিলেটভিউকে বলেন, উনার (এমপি হাবিব) সঙ্গে কোন কিছুই হয়নি। আমাদের শান্তিপূর্ণ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

তবে শোভাযাত্রায় উপস্থিতে একাধিক দলীয় নেতা বাকবিতন্ডার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে  সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ