Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৪:৩৯, ৭ মার্চ ২০২১

কারাগার থেকে বন্দি নিখোঁজ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও ইনসেটে হাজতি রুবেল

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও ইনসেটে হাজতি রুবেল

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তালাবদ্ধ কক্ষ থেকে ফরহাদ হোসেন রুবেল নামে এক বন্দি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৬ মার্চ) সকাল থেকে ওই বন্দির সন্ধান না পাওয়ায় এরইমধ্যে থানায় জিডি করেছে কারা কর্তৃপক্ষ।

জানা গেছে, কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের ‘পানিশমেন্ট’ ওয়ার্ডে ছিলেন বন্দি রুবেল। শুক্রবার সন্ধ্যায় রুবেলসহ ওই ওয়ার্ডের সব বন্দিদের রুম তালাবদ্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ। পরদিন আজ শনিবার ভোর ৬টায় রুমের তালা খোলার পর করা হচ্ছিল তাদের রোলকল। ওই সময় বাকিদের উপস্থিতি ঠিকঠাক পাওয়া গেলেও পাওয়া যায়নি রুবেলের উপস্থিতি। এরপরই দুপুরে এ ঘটনায় কোতোয়ালী থানায় জিডি করেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান।

এদিকে, কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যেও তালাবদ্ধ কক্ষ থেকে বন্দি নিখোঁজ হওয়ার ঘটনায় কারা অভ্যন্তরে শুরু হয়েছে তোলপাড়।

এ বিষয়ে জানতে সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান ও জেলার মো. রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি রাতে একটি হত্যা মামলায় নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রুবেলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায়।

আইনিউজ/আরআর

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়