নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১১:৩১, ২৭ এপ্রিল ২০২১
পাখির বাসায় বিষাক্ত সাপ, হাত দিয়ে প্রাণ হারালো শিশু

পাখির বাসায় সাপের প্রতীকী ছবি (বাঁয়ে), চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে পরিবারসহ সায়েম
পাখির বাসা দেখতে পেয়ে ১০ বছর বয়সী শিশু সায়েম আলী তাতে হাত দেয়। কিন্তু পাখির ছোঁয়া না পেয়ে সে প্রাণ হারায় সাপের কামড়ে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এ ঘটনাটি ঘটে। মৃত সায়েম আলী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। উপজেলার নাগদহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের শাবান আলীর ছেলে সে।
নিহত শিশু সায়েমের পরিবার জানায়, বাড়ি সংলগ্ন পুকুরের পাশে গর্তের মধ্যে থাকা পাখির বাসায় হাত দেয় সায়েম। এ সময় পাখির বাসার মধ্যে থাকা একটি সাপ তার হাতে কামড় দেয়।
সাপের কামড়ের কথা সায়েম সঙ্গে সঙ্গে পরিবারকে জানালে তাকে নিয়ে আসা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু সায়েমকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
গ্রামের ইউপি সদস্য শাহিনুর আলম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই সায়েমের মৃত্যু হয়। সাপটি খুবই বিষাক্ত। সাপটি উদ্ধার ও চিহ্নিত করার চেষ্টা চলছে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024