নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১১:৩১, ২৭ এপ্রিল ২০২১
পাখির বাসায় বিষাক্ত সাপ, হাত দিয়ে প্রাণ হারালো শিশু

পাখির বাসায় সাপের প্রতীকী ছবি (বাঁয়ে), চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে পরিবারসহ সায়েম
পাখির বাসা দেখতে পেয়ে ১০ বছর বয়সী শিশু সায়েম আলী তাতে হাত দেয়। কিন্তু পাখির ছোঁয়া না পেয়ে সে প্রাণ হারায় সাপের কামড়ে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এ ঘটনাটি ঘটে। মৃত সায়েম আলী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। উপজেলার নাগদহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের শাবান আলীর ছেলে সে।
নিহত শিশু সায়েমের পরিবার জানায়, বাড়ি সংলগ্ন পুকুরের পাশে গর্তের মধ্যে থাকা পাখির বাসায় হাত দেয় সায়েম। এ সময় পাখির বাসার মধ্যে থাকা একটি সাপ তার হাতে কামড় দেয়।
সাপের কামড়ের কথা সায়েম সঙ্গে সঙ্গে পরিবারকে জানালে তাকে নিয়ে আসা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু সায়েমকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
গ্রামের ইউপি সদস্য শাহিনুর আলম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই সায়েমের মৃত্যু হয়। সাপটি খুবই বিষাক্ত। সাপটি উদ্ধার ও চিহ্নিত করার চেষ্টা চলছে।
আইনিউজ/এসডি
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- দেশে লাল কাঁঠাল চাষে ব্যাপক সম্ভাবনা
- রোজার মধ্যে চার তলায় না উঠায় ফুডপান্ডা রাইডারকে মারধর
- পাখির বাসায় বিষাক্ত সাপ, হাত দিয়ে প্রাণ হারালো শিশু
- বাংলাদেশের বুকে ভয়ঙ্কর যত ঘূর্ণিঝড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে টনের টন প্লাস্টিক ও ই-বর্জ্য
- বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার তরুণ উদ্যোক্তার হাত ধরে চাটগাঁ এক্সপ্রেস
- ভিন্ন ধর্মের হয়েও রোজাদারদের দ্বারে ইফতার নিয়ে ছাত্রলীগ নেত্রী
- দারিদ্র্যতায় ফিকে হয়ে যাওয়া শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন তারা
- নোয়াখালীতে ৬০ মাসে পঞ্চাশের অধিক নারী ধর্ষণ