নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১৮:৫৭, ২২ জুলাই ২০২১
পাবনায় ঈদের দিন ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
পাবনার চাটমোহরে ঈদের দিন সকালে ক্যারাম খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন- মোমিন হোসেন, ফিরোজ হোসেন, সাগর হোসেন, রিয়াজ হোসেন, তাছেম আলী, রেজাইল করিম, সরওয়ার হোসেন, হাওয়া বেগম, রুমা খাতুন, আজাদুল হোসেন, রমরতো বেগম, রবিউল ইলাম ও নাসির হোসেন। অন্যদের নাম জানা যায়নি।
ঈদের নামাজ শেষে দিয়ারপাড়া গ্রামে জামাল হোসেনের মুদির দোকানে ক্যারাম খেলছিল রিয়াজ ও সাগরসহ বেশ কয়েকজন। এর মধ্যে বাজি ধরা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মারামারি শুরু হয়। পরে বিষয়টি উভয়ের পরিবারের লোকজন জানার পর তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয়পক্ষের লোকজনই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি

























