Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:৪২, ১০ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:৫২, ১০ অক্টোবর ২০২১

গিনেস রেকর্ড বুক: এবার স্থান পাবে কি টুনটুনি? (ভিডিও)

টুনটুনি

টুনটুনি

আশুলিয়ার চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে পালিত সবচেয়ে ছোট গরু ‘রানি’। ওজন ছিল ২৬ কেজি, আর উচ্চতা ২০ ইঞ্চি। পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান। কিন্তু এই সম্মান পাওয়ার আগেই মারা গেছে রানি। 

এবার গিনেস বুকে স্থান পেতে পারে আরেক খর্বাকৃতির গরু ‘টুনটুনির’। তার বয়স ১৩ মাস। ওজন ২৩ কেজি। উচ্চতা ২২ ইঞ্চি। 

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের আবুল কাশেম প্রায় ২০ বছর ধরে কৃষি কাজের পাশাপাশি দেশি জাতের গরু লালন-পালন করেন। তার একটি গাভী এর আগে আটটি বাছুর দিয়েছে। টুনটুনি গাভীটির নবম বাছুর। 

রানির পর টুনটুনি (ভিডিও) 

আবুল কাশেমের ছেলে সজীব নাম দিয়েছে ‘টুনটুনি’। সবাই গরুটিকে এই নামেই ডাকে। আগে টুনটুনি ডাকে সাড়া দিতো। এখন তাকে দেখতে প্রতিদিন দূর-দুরান্ত থেকে লোক আসে। এত লোক দেখে ভীত ছোট্ট গরুটি ‌‘টুনটুনি’ বলে ডাকলে আর সাড়া দেয় না।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়